সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) ও দৈনিক গ্রামের কাগজ অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ফেলোশিপ প্রদানের কর্মসূচি গ্রহণ করেছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯- এর যৌথ পরিচালনায় ‘কানেক্টিং কমিউনিটি, স্ট্রেংথেনিং ভয়সেসে থ্রু সিএসও-মিডিয়া অ্যালায়েন্স ইন যশোর ডিস্ট্রিক্ট’ শীর্ষক প্রকল্পের অধীনে এ উদ্যোগ। এই ফেলোশিপ কেবলমাত্র যশোর জেলার গণমাধ্যমে কর্মরত ও এ জেলার স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যশোরের স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিকরা এবং জেলার সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যাপনের মৌলিক সমস্যা ও সম্ভাবনাগুলো গভীরভাবে অনুসন্ধান ও উদঘাটনে প্রতিবেদন তৈরি করতে চলতি বছরে সর্বমোট পাঁচটি(৫) ফেলোশিপ প্রদান করা হবে।
ফেলোশিপের মেয়াদকাল
দুই মাস
সুযোগ-সুবিধাসমূহ
- বিশেষজ্ঞ মেন্টর-এর সহায়তা ও পরামর্শ
- সেরা প্রতিবেদক হিসেবে পুরস্কার জেতার সুযোগ
- প্রতিবেদনগুলো বই আকারে প্রকাশের সুযোগ
- নিউজ সুসম্পন্ন করতে আনুষঙ্গকি খরচসহ একটি পরিমিত আর্থিক সুবিধা
যারা আবেদন করতে পারবেন
- সাংবাদিকতায় অন্তত ৫ বছরের পূর্ণকালীন চাকুরি থাকতে হবে।
- নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে আগত সাংবাদিক অগ্রাধিকার পাবেন
- ডেটা সাংবাদিকতা, অনুসন্ধানী প্রতিবেদন, ফ্যাক্ট চেকিং, মিডিয়া অধিপরামর্শ বিষয়ে ধারণা ও কাজের অভিজ্ঞতা আছে এমন সাংবাদিকগণ
প্রতিবেদনের জন্য সম্ভাব্য বিষয়বস্তু
জনস্বাস্থ্য * মানব পাচার * নারীর কর্মসংস্থান/ ব্যাবসায়িক উদ্যোগ * লিঙ্গ-বিচিত্র স¤প্রদায় এবং পিছিয়ে থাকা প্রান্তিক জনগোষ্ঠী * জলাবদ্ধতা এছাড়াও যশোর জেলায় অন্য কোন উদ্ভাবনী , সৃজনশীল এবং প্রাসঙ্গিক ধারণা/প্রস্তাব বিবেচনা করা যেতে পারে।
আবেদনের নিয়ম
- আগ্রহীদের দলবদ্ধভাবে আবেদন করতে হবে। সর্বোচ্চ তিন সদস্যবিশিষ্ট একটি দল ফেলোশিপের জন্য আবেদন করতে পারবে। একই ব্যক্তি একাধিক দলে অংশ নিতে পারবেন না।
- আবেদনকারীকে সংশ্লিষ্ট মিডিয়া প্রতিষ্ঠানের সম্পাদক/প্রধান নির্বাহী স্বাক্ষরিত একটি অনুমতিপত্র দিতে হবে। উক্তপত্রে এই ফেলোশিপের আওতায় তৈরিকৃত রিপোর্ট/প্রতিবেদনসম‚হ যেকোনো পত্রিকা বা প্রকাশনায় প্রকাশের নিশ্চয়তার বিষয়টি উল্লেখ থাকা আবশ্যক।
- আগ্রহীদের নিম্নোক্ত ঠিকানায় একটি লিখিত আবেদন দিতে হবে। আবেদনকারীদের প্রস্তাবিত বিষয়টি সম্পর্কে সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে একটি বিবরণ লিখে আলাদা কাগজে সংযুক্ত করতে হবে। বিবরণে বিষয়, এটি কেন গুরুত্বপূর্ণ, প্রতিবেদনের মাধ্যমে কি আশা করা হচ্ছে তা স্পষ্ট করতে হবে।
- আবেদনকারীর পেশাগত পরিচয় পত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আবেদনকারীর করা বিশেষ দুটি অনুসন্ধানী প্রতিবেদনের কপি সংযুক্ত করতে হবে।
বাছাই প্রক্রিয়া
প্রাপ্ত আবেদনপত্র, ইতোমধ্যে প্রকাশিত/প্রচারিত প্রতিবেদন/রিপোর্ট ও বর্তমান প্রস্তাবনা এবং অন্যান্য আনুষঙ্গকি তথ্য-উপাত্ত একটি স্বাধীন বিচারক প্যানেলের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রার্থী তালিকা চুড়ান্ত করা হবে। নির্বাচিত ফেলোদেরকে ই-মেইলের মাধ্যমে ফলাফল নিশ্চিত করা হবে ।
আবেদনের শেষ সময়
৩০ জুন ২০২৪
আবেদন পাঠানোর ঠিকানা
বাড়ি # ৪/২ (৩য় তলা), ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
ফোন: +৮৮ ০২ ৪১০২২৯০১ । +৮৮ ০২ ৪১০২২৯০২